Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) রঞ্জি ট্রফিতে প্রথম দিনটা যদি হয় বাংলার ব‍্যাটার অভিষেক পোড়েলের, তবে দ্বিতীয় দিনটা বোলার মুকেশ কুমারের। তাঁর চার উইকেটে কারণে ২০৫ রানে ইনিংস শেষ করে হায়দরাবাদ। দিনের ৫৩ রানে এগিয়ে অভিমন‍্যু ইশ্বরনের দল।

২) ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ । ফাইনাল হবে ২৯ মে। করোনা অতিমারির সতর্কতার কারণে আইপিএলের ৭০ টি ম‍্যাচ এবার হবে।

৩) রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নতুন সূচি উয়েফার, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ হবে ফ্রান্সে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় যে, সমস্ত উয়েফা প্রতিযোগিতায় যে সব রাশিয়ান ও ইউক্রেনিয়ান ক্লাবগুলি খেলছে, তাদের হোম ম্যাচগুলি নিরপেক্ষ মাঠে হবে।

৪) সিঙ্গাপুর ওয়েটলিফটিং-এ সোনা জয় মীরাবাই চানুর। কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করলেন তিনি। টোকিও অলিম্পিক্সে রুপো পদক জেতার পর এটাই ছিল মীরাবাইয়ের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ইভেন্ট।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

Previous articleRussia-United Nations : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত
Next articleAnis Death : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ তুলতে গিয়ে আমতায় বাধার মুখে সিট