রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-কে হাতিয়ার করে কেন্দ্রের(Central) কোষাগারে মোটা টাকা তুলতে মরিয়া সরকার। আর সেই লক্ষ্যেই এলআইসির আইপিও বাজারে আসার আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা(Cabinet Meeting)। শনিবার বৈঠকে মন্ত্রিসভার তরফে এলআইসি-র শেয়ারে ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও কিনতে পারবে শেয়ার।

সরকারের এই সিদ্ধান্তের পিছনে বিশেষজ্ঞদের অনুমান, কোনও দেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া না বেঁধে বিদেশি সংস্থাকে এলআইসির ২০ শতাংশ শেয়ারে ছাড়পত্রের অর্থ বাজারে প্রতিযোগিতা বাড়বে। দাম বাড়বে শেয়ারের। অবশ্য বেজেটে এই প্রস্তাব আগেই দিয়েছিল সরকার। পাশাপাশি এলআইসির ক্ষেত্রে ১০ শতাংশ পর্যন্ত FDI-এ ছাড়পত্র দেওয়া হতে পারে। কিন্তু মন্ত্রিসভা ছাড় দিয়েছে ২০ শতাংশ FDI-এ। এর ফলে কোষাগারের ঘাটতি পূরণ সম্ভব হবে বলেই ধারণা কেন্দ্রের।

আরও পড়ুন:ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সীমান্তে না যাওয়ার নির্দেশ ভারতীয় দূতাবাসের

উল্লেখ্য, মনে করা হচ্ছে আগামী ১১ মার্চ বাজারে আসবে এলআইসি-র আইপিও। আর এই শেয়ার হতে চলেছে বাজারের সবচেয়ে বড় আইপিও। প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন। প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বিদেশি সংস্থা বাজারে এলে এই দাম আরও বাড়তে পারে।
