India Team: ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে  সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় দল, সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ

ডান হাতের কব্জিতে চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি তিনি। এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন রুতুরাজ।

শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ( T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। এই মুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। শনিবার ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma) দল।

চোট সারিয়ে  শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জাদেজার পারফরম্যান্স মনে ধরেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। তাইতো সাংবাদিক সম্মেলনে এসে সে কথা জানাতে ভুললেন না তিনি। রোহিত বলেন,” জাদেজার প্রত্যাবর্তনে আমরা খুব খুশি। তাই উপরের দিকেই ওকে ব্যাট করাতে চেয়েছি। আসন্ন ম্যাচগুলোতেও এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমি চাই জাদেজা উপরের দিকেই ব্যাট করুক। ব্যাটার হিসেবে ও খুবই উন্নতি করেছে। তাই আমরাও চেষ্টা করব ব্যাটার হিসেবেই ওকে যোগ্য মর্যাদা দেওয়ার। সাদা বলের ক্রিকেটে ওকে কী ভাবে চাইছি, তা পরিষ্কার করেই বলে দেওয়া আছে।”

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড। ডান হাতের কব্জিতে চোটের কারণে প্রথম ম্যাচে খেলেননি তিনি। এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন রুতুরাজ। শনিবার দ্বিতীয় ম্যাচের আগে এমনটাই জানিয়ে দিল বোর্ড। এদিন বোর্ডের তরফে সচিব জয় শাহ জানিয়েছেন, “প্রথম ম্যাচের আগে লখনউয়ে কব্জিতে ব্যথার কথা বলেন রুতুরাজ। বোর্ডের চিকিৎসকরা তাঁকে এমআরআই করাতে বলেন। রুতুরাজকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হচ্ছে। রুতুরাজের বদলে দলে এসেছেন ময়ঙ্ক আগরওয়াল। ধর্মশালায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ময়ঙ্ক। শেষ দুই টি-২০ ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে।”

আরও পড়ুন:Wrdhhiman Saha: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানাল বিসিসিআই