Drug: খাস কলকাতা থেকে বাজেয়াপ্ত ৬ কোটির বেশি দামের হেরোইন, ধৃত ১

স্পেশ্যাল টাস্ক ফোর্সের জালে মাদক কারবারী। বাজেয়াপ্ত ৬ কোটি ৭ লক্ষ টাকার মাদক।

খাস কলকাতা থেকে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার এক ব্যাক্তি। অভিযোগ, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আসা একটি গাড়িতে প্রচুর পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ (STF) সিঁথি থানা এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতের থেকে ১ কেজি ৩৪১ গ্রাম হেরোইন (Heroin) বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজারমূল্য ৬ কোটি ৭ লক্ষ টাকা।

এই ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারী বছর ছেচল্লিশের প্রাণ বসাক ওরফে প্রেম ঝাড়খণ্ডের দক্ষিণ বেগমগঞ্জের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এই চক্রে আর কে কে জড়িত, তা জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।