Sunday, May 4, 2025

সৌজন্যে শাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্স। হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে রঞ্জি ট্রফির নকআউট পর্বে যাওয়ার পথ মসৃণ করল বাংলা। পর পর দুই ম্যাচ জিতে ১২ পয়েন্ট তুলে নিল অরুণ লালের দল। এলিট গ্রুপ ‘বি’-তে শীর্ষে চলে গেল বাংলা। গ্রুপের শেষ ম্যাচে বাংলা খেলবে চণ্ডীগড়ের বিরুদ্ধে।

রবিবার ম্যাচের শেষ দিন বোলারদের দিকে তাকিয়ে ছিল বঙ্গ শিবির। হায়দরাবাদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৩৯ রানের। শনিবার শেষ বেলায় তিন উইকেট তুলে বাংলাকে লড়াইয়ে রেখেছিলেন তিন পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশদীপ সিং। রবিবার লাঞ্চের কিছু পরেই বঙ্গ বোলারদের বিক্রমে হায়দরাবাদের ইনিংস গুটিয়ে গেল ১৬৬ রানে। তিলক ভার্মা ৯০ রান করে একাই কিছুটা লড়াই করেন। বাংলার সব থেকে সফল দুই বোলার আকাশদীপ (৪ উইকেট) ও শাহবাজ আহমেদ (৩ উইকেট)। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে বাংলার জয়ে বড় ভূমিকা নিলেন শাহবাজ। ক্রমশ তিনি দলের সম্পদ হয়ে উঠছেন।

ম্যাচ জেতানো পারফরম্যান্স করে উঠে শাহবাজ বললেন, ‘‘অভেষক ভাল ব্যাট করেছে। সবাই দলের জন্য অবদান রেখেছে। তাই আমরা স্বচ্ছন্দেই ম্যাচ জিতেছি। তবে আমি চেষ্টা করব আমার স্কোরকে বড় রানে পরিণত করতে। পিচে স্পিনারদের জন্য জন্য তেমন কিছু ছিল না। কিন্তু হায়দরাবাদে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার ছিল বলেই আমি বোলিংয়ের সুযোগ পাই। সফলও হয়েছি।’’ বাংলার স্পিনার-অলরাউন্ডারের সংযোজন, ‘‘দলে আমার ভূমিকাটা উপভোগ করছি। আমি দীর্ঘ সময় ধরে বাংলার হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে চাই। দলের জন্য সর্বদাই সেরাটা দেওয়ার জন্য তৈরি থাকি।’’

আরও পড়ুন- IPL 2022: আইপিএল প্রোমোতে নবরূপে হাজির ধোনি

 

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version