Kolkata :ভোটে ভরাডুবি! মুখ বাঁচাতে লালবাজার অভিযানের চেষ্টা বিজেপির

হার নিশ্চিত জেনেই শিরোনামে থাকার মরীয়া চেষ্টা ভারতীয় জনতা পার্টির

শান্ত মহানগরীতে অশান্তি ছড়ানোর চেষ্টা রাজ্যের প্রধান বিরোধীদলের। রবিবাসরীয় দুপুরে(Sunday Afternoon) বিজেপির লালবাজার (Lalbazar)অভিযান ঘিরে ধুন্ধুমার। অভিযানে উপস্থিত বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh), বিজেপি নেতা কল্যান চৌবেসহ অন্যান্যরা। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কলকাতা পুলিশের (Kolkata Police) সদর দফতরে অহেতুক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বিজেপির(BJP)।

উৎসবের মেজাজে ভোট হুগলিতে, সম্প্রীতির ছবি বিভিন্ন ওয়ার্ডে

রাজ্য জুড়ে আজ নির্বিঘ্নেই মিটল পুরভোট (Municipal Election)। আর সেই ভোটের বিরোধিতা করে কলকাতা পুলিশের(Kolkata) সদর দফতরে অভিযান গেরুয়া শিবিরের। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিজেপির(BJP) এই অভিযান ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ১০৭ টি পুরসভা কেন্দ্রে নির্বিঘ্নেই চলে ভোট গ্রহন। অথচ রবিবাসরীয় দুপুরে আচমকাই কয়েকজন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকেরা মিলে লালবাজার অভিযানের নামে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। আজকের এই লালবাজার অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা কল্যান চৌবেসহ অন্যান্যরা। মিছিল কলকাতার বউবাজারের কাছে এলে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হয়। শুধুমাত্র সংবাদমাধ্যমের শিরোনামে আশার চেষ্টায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপির এই লালবাজার অভিযানকে কটাক্ষ করছেন অনেকেই। প্রশ্ন উঠছে যেখানে আজ কলকাতায় কোনও ভোটগ্রহণ ছিলই না সেখানে কলকাতা পুলিশের সদর দফতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ কী?

পায়ের তলার জমি হারিয়ে ক্রমশ কোণঠাসা গেরুয়া শিবির। ভোটে ভরাডুবি নিশ্চিত তবুও প্রচারের আলোয় আসার চেষ্টা রাজ্য বিজেপির। রাজ্যজুড়ে শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবাসরীয় দুপুরে শান্ত কলকাতাকে অশান্ত করার চেষ্টা করল বিজেপি।সূত্রের খবর আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি।

 

Previous articleMunicipality Vote: বিচ্ছিন্ন গোলমাল, মোটের উপর শান্তিতেই ১০৭ পুরসভার ভোট
Next articlestrike-bjp : সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডাকল বিজেপি