আনিসকাণ্ডে নয়া মোড়! ক্ষমা চাইলেন আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়া ব্যক্তি

আনিসকাণ্ডে নয়া মোড়। আনিস মৃত্যুর ঘটনায় হুমকি-ফোন রহস্যে এবার বেরিয়ে এলো নয়া তথ্য। সরাসরি ফোন করে ক্ষমা চাইলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা ও দাদাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সেই অভিযুক্ত ব্যক্তি।

আনিসের দাদা সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার এই অডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে অপরদিক থেকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’’ এর পর নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এমনকি তাঁকে নিজের ‘ছোট ভাই’ ভেবে ক্ষমাও করে দিতে বলেন। পাশাপাশি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুরোধ করেন, যাতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়। এই অডিয়ো ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সাবির ওই ব্যক্তিকে স্পষ্ট বার্তা দেন, তাঁর আর কিছু করার নেই। তিনি পুলিসকে ইতিমধ্যেই নম্বরটি দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আনিসের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, ‘সিবিআই তদন্তের দাবি তুলে না নিলে পরিবারের সকলকে শেষ করে দেওয়া হবে।’ পুরো বিষয়টি জানিয়ে সাবির বলেন, যখন এই ফোনটি আসে, তখন তিনি পুলিশ স্টেশনেই বসেছিলেন। ফোন আসার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে বিষয়টি জানান। নম্বরটি কোথাকার, এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- “তাজ্যপুত্র” মন্তব্যে এবার শুভেন্দুকে আইনি নোটিশ কুণালের