Saturday, August 23, 2025

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় উদ্ধারকারী বিমানে ভারতে ফিরলেন আরও ২৫০ জন

Date:

‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) অধীনে দ্বিতীয় উদ্ধারকারী বিমানে দেশে ফিরলেন ইউক্রেনে আটকে থাকা আরও ২৫০ জন ভারতীয়। গতকালই রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমান। সেটি রবিবার ভোরে দিল্লি (Delhi) বিমানবন্দরে অবতরণ করে। এদিন ভোরে দেশবাসীরা বিমান থেকে নামলে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। ইতিমধ্যেই তৃতীয় বিমানটিও রওনা দিয়েছে বুদাপেস্ট থেকে।

এর আগে ইউক্রেনে আটকে থাকা ২১৯ জন ভারতীয়কে নিয়ে শনিবার বুখারেস্ট থেকে দেশে ফেরে ‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) প্রথম উড়ান। আটকে পড়া ভারতীয়দের নিয়ে তৃতীয় বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দিয়েছে ভারতের (India) উদ্দেশ্যে।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও ভারতীয়দের ফিরিয়ে দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, “প্রত্যেক নাগরিক ভারতে ফিরেছে। অনুগ্রহ করে আপনার সকল বন্ধু এবং সহকর্মীদের এই বার্তাটি পাঠান যে আমরা তাঁদের সঙ্গে রয়েছি এবং তাঁদের নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা দিচ্ছি।”

 

২৪ ফেব্রুয়ারি ভোর থেকেই শুরু হয়েছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। এখনো পর্যন্ত এই যুদ্ধে মারা গিয়েছে ইউক্রেনের সেনাসহ বহু সাধারণ মানুষ। ইউক্রেনে এখনও পরিস্থিতি ঘোরালো। সেখান থেকে ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version