Tuesday, November 4, 2025

যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

Date:

রক্তক্ষয়ী যুদ্ধ আর নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে অবশেষে রাজি হলো দুই দেশ। এদিন রাশিয়ার আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন রাশিয়ার(Russia) প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি তার দেশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের এই বৈঠক সম্পন্ন হবে।

রবিবার বেলারুশের প্রধান লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যায় এই আলোচনা প্রস্তাবে ইউক্রেনের তরফের সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও কখনোই বৈঠক সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। কিন্তু যাই হোক না কেন আপাতত আলোচনার মাধ্যমে দুই দেশ সমাধানের রাস্তায় হাঁটতে শুরু করায় কিছুটা হলেও স্বস্তিতে বিশ্ববাসী।

প্রসঙ্গত, যুদ্ধের শুরুতে রাশিয়ার তরফে ইউক্রেনকে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়, তবে তার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছিল তা মানতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা-সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি যে পথে এগোচ্ছে, তাতে অশনি সংকেত দেখছেন খোদ পুতিনই। তাঁর আশঙ্কা, পশ্চিমী জোট রাশিয়ার উপর পরমাণু হামলা (Nuclear Attack) চালাতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি ভিডিও বার্তায় সেনাবাহিনীকে নির্দেশ দেন, দেশের পরমাণু কেন্দ্রগুলি নিয়ন্ত্রণে রাখার। পরমাণু চুল্লিগুলিতে আরও নজরদারি বাড়ানোর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রীতিমতো অশনিসংকেত দেখছিল পৃথিবী। আপাতত দুই দেশ আলোচনার পথ চলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- বিজেপির কর্মনাশা বনধের সর্বাত্মক বিরোধীতায় তৃণমূল

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version