Friday, August 22, 2025

রক্তক্ষয়ী যুদ্ধ আর নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে অবশেষে রাজি হলো দুই দেশ। এদিন রাশিয়ার আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন রাশিয়ার(Russia) প্রস্তাবিত জায়গায় আলোচনায় বসতে রাজি তার দেশ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের এই বৈঠক সম্পন্ন হবে।

রবিবার বেলারুশের প্রধান লুকাশেঙ্কোর সঙ্গে ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যায় এই আলোচনা প্রস্তাবে ইউক্রেনের তরফের সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও কখনোই বৈঠক সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। কিন্তু যাই হোক না কেন আপাতত আলোচনার মাধ্যমে দুই দেশ সমাধানের রাস্তায় হাঁটতে শুরু করায় কিছুটা হলেও স্বস্তিতে বিশ্ববাসী।

প্রসঙ্গত, যুদ্ধের শুরুতে রাশিয়ার তরফে ইউক্রেনকে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়, তবে তার জন্য যে সকল শর্ত দেওয়া হয়েছিল তা মানতে রাজি হননি ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে কোণঠাসা করতে আমেরিকা-সহ অন্যান্য পশ্চিমী দেশগুলি যে পথে এগোচ্ছে, তাতে অশনি সংকেত দেখছেন খোদ পুতিনই। তাঁর আশঙ্কা, পশ্চিমী জোট রাশিয়ার উপর পরমাণু হামলা (Nuclear Attack) চালাতে পারে। সেই আশঙ্কা থেকে তিনি ভিডিও বার্তায় সেনাবাহিনীকে নির্দেশ দেন, দেশের পরমাণু কেন্দ্রগুলি নিয়ন্ত্রণে রাখার। পরমাণু চুল্লিগুলিতে আরও নজরদারি বাড়ানোর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় রীতিমতো অশনিসংকেত দেখছিল পৃথিবী। আপাতত দুই দেশ আলোচনার পথ চলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

আরও পড়ুন- বিজেপির কর্মনাশা বনধের সর্বাত্মক বিরোধীতায় তৃণমূল

 

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version