Tuesday, May 13, 2025

শ্রীলঙ্কা ১৪৬/৫ (২০ ওভার)
ভারত ১৪৮/৪ (১৬.৫ ওভার)

নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর ধরাশায়ী শ্রীলঙ্কাও। রোহিত শর্মার নেতৃত্বে ভারতের টি-২০ সিরিজ হোয়াইটওয়াশের হ্যাটট্রিক। আগামী টি-২০ বিশ্বকাপের লক্ষ্যে ঠিক পথেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। ভারতীয় শিবিরে তারুণ্যের জয়গান। বল হাতে আভেশ খানের বিক্রম আর ব্যাট হাতে শ্রেয়স আইয়ারের দুরন্ত ফর্ম শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ টি-২০-ও অনায়াসে জিতিয়ে দিল টিম ইন্ডিয়াকে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৪৬-৫ করার পর ৪ উইকেট হারিয়ে, ১৯ বল বাকি থাকতেই সেই রান তুলে দিল ভারত। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে রোহিতবাহিনী। সেই সঙ্গে টানা ১২টা টি-২০ জিতে বিশ্বরেকর্ড স্পর্শ করল রোহিতের ভারত।

শনিবারের পর রবিবারও তিন নম্বরে ব্যাট করে সফল শ্রেয়স। সাবলীল ব্যাটিংয়ে নতুন নাইট ক্যাপ্টেন বারবার বুঝিয়ে দিচ্ছেন, কেন তিন নম্বরই তাঁর জন্য সঠিক জায়গা। দলের মাত্র ৬ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর প্রথমে সঞ্জু স্যামসন (১৮), দীপক হুডা (২১) এবং পরে রবীন্দ্র জাদেজাকে (অপরাজিত ২২) সঙ্গে নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়স। ৪৫ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। পরপর তিন ম্যাচে হাফসেঞ্চুরি করলেন মুম্বইকর।

শ্রেয়স ছাড়াও এদিন নজরকাড়া পারফরম্যান্স তরুণ ভারতীয় পেসার আভেশ খানের। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক দাসুন শনাকার (৭৪ অপরাজিত)। শুরুর ধাক্কা সামলে কার্যত একাই দলের স্কোর দেড়শোর কাছে পৌঁছে দেন লঙ্কা অধিনায়ক। ভারতের হয়ে সফল বোলার আভেশ (২ উইকেট)।

আরও পড়ুন- মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গ্রেফতার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি

Related articles

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের...

বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে নতুন শক্তি নীতি রাজ্য সরকারের

বিদ্যুতের বিপুল চাহিদা(Electric Demand) বৃদ্ধির দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকার(State Govt) নতুন  শক্তি নীতি তৈরি করতে চলেছে।...

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...
Exit mobile version