Iskon – Eucraine : ‘হরে কৃষ্ণ’ শুনলেই বুকভরা আশা নিয়ে ছুটে যাচ্ছেন ইউক্রেনের বিপন্নরা

হরে কৃষ্ণ ।

এই কৃষ্ণ নাম জপেই সুদূর ইউক্রেনে ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দিচ্ছে ইসকন । যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখন শুধু ভারতীয়রাই যে অন্নহারা , গৃহহারা হয়েছেন তা নয়। যারা ইউক্রেনের আদি বাসিন্দা তারাও বাস্তুহারা । বহু পরিবারের একটুও অন্নের সংস্থান নেই । প্রিয়জনকে হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে । আর তাদের সকলকেই খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ইসকন ইউক্রেন ।

আর ইসকনের এই সহযোগী মনোভাব দেখে ভারতীয় দূতাবাসের তরফ থেকেও একান্ত অনুরোধ করা হয়েছে ইসকনকে । ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের একটু অন্নের সংস্থান করে দিতে । তবে ইসকনের এই ত্রাণ শুধু যে ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। রাশিয়ান সেনার ভয়ে বহু ইউক্রেনবাসী দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন হাঙ্গেরিতে । সেখানেও ইসকন ত্রাণশিবির খুলেছে। হাঙ্গেরিতে বসবাসকারী ইসকন ভক্তরা যে যার ঘর থেকে যতটা সম্ভব খাদ্য সামগ্রী এনে ত্রাণ শিবিরে মজুত করছেন।

জানা গিয়েছে সারা ইউক্রেন জুড়ে অন্তত ৫৪ টি ইসকনের কৃষ্ণ মন্দির রয়েছে। আর ইউক্রেনে নাকি কৃষ্ণ ভক্তের সংখ্যা সব থেকে বেশি।

রাখে হরি মারে কে!

ঈশ্বরের সন্তানকে তো ঈশ্বর নিজেই রক্ষা করবেন।

 

Previous articleUkraine Russia: উৎকণ্ঠা কাটিয়ে ২৪৯ জন ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বিশেষ বিমান
Next articleরাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন, সীমান্তে বেছে বেছে ভারতীয়দের বাধা সেনার