Commercial Cylinder: একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

0
2

একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একলাফে ১০৮ টাকা বেড়েছে। কলকাতায় দাম বেড়ে রান্নার বাণিজ্যিক গ্যাসের  দাম দাঁড়ালো সিলিন্ডার পিছু ২ হাজার ৯৫ টাকা।

আরও পড়ুন:Abhishek: ত্রিপুরার অগ্নিদগ্ধ শিশুর পাশে অভিষেক, চিকিৎসা শুরু এসএসকেএম-এ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০২ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। তবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলায় দেশে পেট্রোল-ডিজেলে দাম অপরিবর্তিতই রয়েছে। তবে ফের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

চলতি বিধানসভা নির্বাচন শেষ হবে ৭ মার্চ। তারপরই হু হু করে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও কোনও মহলের অনুমান, বাড়িতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে  মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত।