Corona Update: রাজ্যের জন্য সুখবর! দু’বছর পর বাংলায় ১০০-র নিচে দৈনিক করোনা সংক্রমণ!

সুস্থতার হার রাজ্যে ঊর্ধ্বমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন।

কমছে উদ্বেগ, স্বস্তি দিচ্ছে বাংলার দৈনিক করোনা(Corona)সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের(West bengal health Department)মেডিক্যাল বুলেটিন (Medical Bulletin) বলছে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। প্রায় দু’বছর পর বাংলায় ১০০-র নিচে নামল দৈনিক করোনা সংক্রমণ! এর আগেরদিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৫। মৃত্যুও আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থতার হার রাজ্যে ঊর্ধ্বমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২০৪ জন।

Secondary Exam:মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম

জেলা ভিত্তিক রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা (Corona)আক্রান্তের রিপোর্ট :-

কলকাতা– গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন।
উত্তর ২৪ পরগনা- গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। সুস্থ হয়েছেন ৩১ জন। রবিবার ও সোমবার কোনও মৃত্যু নেই।
দক্ষিণ ২৪ পরগনা–গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার ২ জনের মৃত্যু হয়েছে, সোমবার মৃতের সংখ্যা ১।
হাওড়া– গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ১০ জন।
হুগলি–রবিবার আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন।
পূর্ব মেদিনীপুর–গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন।
পূর্ব বর্ধমান– গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
পশ্চিম বর্ধমান– একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। গত ৪৮ ঘণ্টায় জেলায় কোনও মৃত্যু নেই।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১৭ হাজার ৬৯৪টি করোনা পরীক্ষা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই ছার জেলায় গত দু’দিনে কোনও মৃত্যু নেই।
উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩ জন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে রবিবার আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। মালদহ ও মুর্শিদাবাদ এই দুই জেলায় গত ২৪ ঘন্টায় একজন করে আক্রান্ত হয়েছেন, ৪৮ ঘণ্টায় দুই জেলাতেই মৃত্যুর সংখ্যা ০। নদিয়া, বীরভূম এবং পুরুলিয়াতেও সোমবার কোনও মৃত্যু নেই।

 

Previous articleফের ধাক্কা বিজেপির, কাঁথি পুরসভায় ভোট গণনায় স্থগিতাদেশে ‘না’ হাইকোর্টের
Next articleUkraine Russia:ইভানকিভ শহরের সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ সেনা, নিহত কমপক্ষে ৭০ সেনা