Ukraine: ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামানোর নির্দেশ মোদির

পরিস্থিতি আরও গুরুতর হতেই এবার ইউক্রেনে(Ukraine) আটকে থাকা ভারতীয়দের(Indian) উদ্ধারে তৎপরতা শুরু হল ভারত সরকারের। ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়ায় গতি আনতে এবার সেখানে পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। মঙ্গলবার থেকেই বায়ুসেনাকে(AirForce) ‘অপারেশন গঙ্গা’ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছর এই বিমান ব্যবহার করেই আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয়েছিল ভারতীয়দের। এদিকে ইউক্রেনে এক ভারতীয় পড়ুয়ায় মৃত্যুর পর উদ্বেগ আরও বাড়ছে।

অন্যদিকে, কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ইতিমধ্যেই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে পৌছে গিয়েছে ভারতের প্রতিনিধি দল। যে দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ মন্ত্রী। পাশাপাশি আজকেই সকলকে কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের তরফে। বিদেশ মন্ত্রকের তরফে জানা যাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে আটক ওই পড়ুয়ার দাবি। এদিকে খারকিভে এক পড়ুয়ার মৃত্যুর পর আতঙ্ক ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। যে কোনওভাবে ইউক্রেন ছেড়ে বেরতে মরিয়া ভারতীয় পড়ুয়ারা। এই অবস্থায় কেন্দ্রের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ভারত সরকার আগে থেকে পড়ুয়াদের বের করতে উদ্যোগী হলে আজ এই অবস্থা তৈরি হত না।

Previous articleআনিস-কাণ্ডে মিছিল ISF-এর, ঘোলাজলে বাম ছাত্র-যুব সংগঠন
Next articleকড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের দু’টি বুথে ফের হল ভোটগ্রহণ