Saturday, November 29, 2025

কেউ আমাদের ভাঙতে পারবে না: ইউরোপীয়ান পার্লামেন্টে দৃপ্ত ঘোষণা জেলেনস্কির

Date:

Share post:

পরিস্থিতি সংকটজনক তবে কোনো মূল্যেই ভাঙতে রাজি নন ইউক্রেনের(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বরং রাশিয়ার(Russia) বিরুদ্ধে অসম যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ভিডিও বার্তায় বারে বারে দেশের সেনাবাহিনীকে যোগাচ্ছেন উৎসাহ। প্রেসিডেন্টের এহেন লড়াকু মানসিকতার জেরে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়লেন জেলেনস্কি। ভার্চুয়ালি ইউরোপীয়ান পার্লামেন্টে(European Parliament) বক্তব্য রাখার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানালেন সেখানকার সদস্যরা।

 

মঙ্গলবার ভার্চুয়ালি ইউরোপীয়ান ইউনিয়নের পর্লামেন্ট সভায় বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, “ইউক্রেনের সব শহরকে ঘিরে ফেলা সত্ত্বেও, আমরা আমাদের দেশ ও স্বাধীনতার জন্য লড়াই করছি। কেউ আমাদের ভাঙতে পারবে না। আমরা শক্তিশালী, আমরা ইউক্রেনিয়ান।” এদিন প্রেসিডেন্টের ভাষণের পর তাঁর লড়াকু মানসিকতা দেখে হাততালি দিয়ে অভিবাদন জানান পার্লামেন্টের সদস্যরা।

আরও পড়ুন:যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশ ফিরলেন দুই বাঙালি পড়ুয়া

প্রসঙ্গত, ইউক্রেনকে এই মুহূর্তে চারি দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে সামরিক পাল্লায় পিছিয়ে থাকলে মাথা নত করতে নারাজ ইউক্রেন। আমেরিকার তরফে তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। বোমা, গুলির মধ্যেই রাস্তায় নেমে জানিয়ে দেন, শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমিকে রক্ষা করে যাবেন তিনি। পাশাপাশি, যুদ্ধের ৫ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্যের কথা জানায় ন্যাটো। রুশ বাহিনীর মোকাবিলায় পাঠানো হচ্ছে এয়ার ডিফেন্স মিসাইল। ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রও দিচ্ছে ন্যাটো। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে বলে জানান, ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। অন্যদিকে বেলারুশে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আরো জোরালো আক্রমণের পথ ধরেছে রাশিয়া। যদিও ইউক্রেন প্রেসিডেন্টের লড়াকু মনোভাব প্রশংসা কুড়চ্ছে বিশ্বে।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...