Thursday, November 13, 2025

Visva Bharati:ছাত্র বিক্ষোভে আজও উত্তাল বিশ্বভারতী,পাত্তা নেই উপাচার্যের

Date:

ছাত্র বিক্ষোভের জেরে আজও উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। টানা ২১ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার-সহ জনসংযোগ আধিকারিককে। সোমবার তিনদফা দাবি নিয়ে সেন্ট্রাল অফিসে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা। রাতভর চলে বিক্ষোভ।আটক রাখা হয় রেজিস্টারকেও। মঙ্গলবার রেজিস্টারের ঘরের বাইরে পাশ কাটিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন রেজিস্টার। কিন্তু তাতেও বাধা দেয় আন্দোলনকারীরা। শিবের মাথায় জল দেওয়ার অজুহাত দেখিয়েও লাভ হয়নি। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আধিকারিকরা কথা বলতে চাওয়ায় ছেড়ে দেওয়া হয় রেজিস্টারকে।

আরও পড়ুন:Bhuban Badyakar: দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে

মঙ্গলবার সকালে বিশ্বভারতীর উপাচার্য সকল কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন।কিন্তু সেখানেও জট কাটেনি। বিক্ষোভকারীদের কথায়,অধ্যাপক ও কর্মীরা সেন্ট্রাল অফিসের সামনে এলেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দেখা মেলেনি। ফলে বেজায় চটেছেন দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা কর্মীরা। ক্ষুব্ধ আন্দোলনকারীরাও।


বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, করোনাবিধি অনেকটাই শিথিল হয়েছে। স্কুল-কলেজ খুলে গিয়েছে। অথচ বন্ধ রয়েছে বিশ্বভারতীর ছাত্রাবাস। তাই হস্টেল খোলাসহ একাধিক দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শুরু হয় ছাত্রদের মিছিল। বন্ধ করে দেওয়া হয় ক্লাস। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন দফতরে। অশান্তির আঁচ পেয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে গেলেও আটকে পড়েন বহু কর্মী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই অবস্থান চলবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version