Monday, November 3, 2025

Ukraine Russia:ইভানকিভ শহরের সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ সেনা, নিহত কমপক্ষে ৭০ সেনা

Date:

বেলারুশের শান্তি বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। ইউক্রেনের আরও একটি সেনাঘাঁটি ধ্বংস করল রুশ সেনা। মঙ্গলবার সকালে ইউক্রেনের দক্ষিণ পূর্বে ইভানকিভ শহরের সেনাঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। তাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে বলে খবর।শুধু সেনাঘাঁটিতেই নয় খারকিভের বসতি এলাকাগুলিতেও হামলা চালাচ্ছে তারা। ফলে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।এছাড়া ভোলিন, তারনোপিল, ভিনিৎসিয়া এলাকায় মুহূর্মুহূ আকাশপথে হামলা চালানো হয়েছে বলে খবর। সাধারণ নাগরিকদের দ্রুত বাড়ি ছেড়ে বাঙ্কারে নিয়ে যেতে তৎপর প্রশাসন।

আরও পড়ুন:Ukraine Russia:কিভের পথ ধরে এগোচ্ছে ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনার কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

ইউক্রেনের দাবি, এই পাঁচ দিনে রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে অন্তত অন্তত সাড়ে তিনশো সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে ১৪ জন শিশু। উল্লেখ্য, সোমবার রাতে বেলারুশে যুদ্ধরত দু’টি দেশ ইউক্রেন এবং রাশিয়ার শান্তি আলোচনার প্রস্তাব ব্যর্থ হয়েছে। তারপর থেকেই রুশ হামলা দ্বিগুণ হারে বেড়েছে ইউক্রেনে।

ইউক্রেনের আরেক শহর খারসেনের মেয়র ইগর কোলিখায়েভ জানিয়েছেন, এই শহরটির দিকেও এগোচ্ছে রুশ সেনা। খারসেনে প্রবেশের জন্য প্রশস্ত পথ তৈরি করেছে তারা। কত বড় বিপর্যয় নামতে চলেছে, তা ভেবেই আশঙ্কিত তিনি। কিয়েভের প্রসূতি হাসপাতালের উপর রাশিয়া শেল ফাটানো হয়েছে বলেও খবর। তাতে অনেকের মৃত্যুর আশঙ্কা। হাসপাতালের সিইও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানিয়েছেন।

শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তুলতে ন্যাটোর দেশগুলি সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের দিকে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী আন্তি কাইক্কোনেন টুইটে জানিয়েছেন, তাদের হাতে অতিরিক্ত ৭০ টি মিগ ও সুখোই সিরিজে যুদ্ধবিমান এসেছে। বুলগেরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়ার তরফে সেসব দেওয়া হল। এছাড়া ২৫০০ অ্যাসল্ট রাইফেল, ১৫ হাজার বুলেট, ১৫০০ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ফিনল্যান্ড। এছাড়া যুদ্ববিধ্বস্ত দেশের আমজনতার জন্য ৭০ হাজার প্যাকেট খাবারও দেওয়া হচ্ছে। কানাডার তরফে দেওয়া হয়েছে ২০০০ মিসাইল।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version