Wednesday, August 20, 2025

কিভ ছেড়েছেন ভারতীয়রা, ২৬টি উড়ানে তিনদিনে নাগরিকদের দেশে ফেরানো হবে

Date:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Russia- Ukraine War) রাজধানী কিভ (Kyiv) ছেড়েছে সব ভারতীয়। এমনটাই জানিয়ে দিলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা (Foreign Secratary Harsh Vardhan Shringla)। তিনি জানিয়েছেন, ইউক্রেনের পড়শি দেশগুলি থেকে মোট ২৬টি উড়ানে আগামী তিনদিনে ভারতীয়দের দেশে ফেরানো হবে। গতকাল নির্দেশিকা জারি করে কিভে ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের শহর ছাড়তে বলা হয়েছিল। এরপর গতকাল রাতেই বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা জানালেন, ইউক্রেনের রাজধানীতে আর কোনও ভারতীয় নেই এখন।

বিদেশ সচিব জানান, “ভারতীয়রা কিভ থেকে বেরিয়ে এসেছেন। তথ্য অনুযায়ী, কিভে আর কোনও ভারতীয় নেই। সেখান থেকে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।” শ্রীংলা (Foreign Secratary Harsh Vardhan Shringla) জানিয়েছেন, ইউক্রেনে থাকা আনুমানিক ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ১২ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন। বাকি ৪০ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক খারকিভের কনফ্লিক্ট জোনে রয়েছেন এবং অন্য অংশ রয়েছেন হয় ইউক্রেনের পশ্চিম সীমান্তে অথবা পশ্চিম সীমান্তের দিকে রওনা দিয়েছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা, অখিলেশের সমর্থনে মোদির লোকসভা কেন্দ্রে করবেন সভা

বিদেশ সচিব জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এছাড়া পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে। এর জন্য মোট ২৬টি ফ্লাইট নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, খারকিভে (Kharkiv) গতকালই একটি বিস্ফোরনে ভারতীয় নাগরিক নবীন শেখরাপ্পা প্রাণ হারান। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত ৭৭০০ ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে ২ হাজার জন ভারতে ফিরেছেন ইতিমধ্যেই। বাকিরা ইউক্রেনের পড়শি দেশগুলিতে বিমানের জন্য অপেক্ষা করছেন।

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version