Tuesday, November 11, 2025

পাহাড়ে শূন্য বাম – বিজেপি, দার্জিলিং পুরসভা দখল হামরো পার্টির

Date:

পাহাড়ে চমক। নয়া দল হামরো পার্টির (Hamro Party) দখলে দার্জিলিং পুরসভা (Darjeeling Municipality)। পাহাড়ে শূন্য বিজেপি এবং বামেরা। দার্জিলিং পুরসভায় মোট ৩২ টি ওয়াডের মধ্যে ১৮ টিতে জয়ী হয়েছে হামরো পার্টি। জিএনএলএফ ভেঙে নতুন দল গড়েই সাফল্যের চূড়ায় হামরো পার্টি।

মাত্র তিন মাসেই কামাল দার্জিলিংয়ের হামরো পার্টির (Hamro Party)। নতুন দল গড়েই বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাংদের মতো হেভিওয়েটদের হারিয়ে দার্জিলিং পুরসভা দখল করলেন গ্লেনারিজ (Glenarys) কর্তা অজয় এডওয়ার্ডসের দল হামরো পার্টি। রাজনীতির ময়দানে বিরাট উত্থান হল তাঁর।

দার্জিলিং পুরসভার ৫ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাটপা নোরবু শেরপা ও গণেশ সার্কি জয়ী হয়েছেন। মোর্চা জিতেছে একটি ওয়ার্ডে। অন্য দিকে, অনীক থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সেখানে ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

আরও পড়ুন-ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডস নিজে পরাজিত হয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডে থেকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন তিনি। এক সময় গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন অজয়। মত পার্থক্যের জেরে সেখান থেকে বেরিয়ে আসেন।

তবে প্রথম বার ভোটের ময়দানে নেমেই যে হামরো পার্টি পুরসভার দখল নেবে, তা কল্পনা করতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতে পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছন তাঁরা।

দার্জিলিং পুরসভা গড়ে ওঠে ১৮৫০ সালে , অর্থাৎ আজ থেকে ১৭২ বছর আগে। দার্জিলিং পুরসভার জনসংখ্যা ১২০,৪১৪ জন। এবং ৩২ টি ওয়ার্ড জুড়ে মোট  আয়তন ১০.৬০ বর্গ কিলোমিটার। এই পুরসভাতে স্বাস্থ্য পরিষেবা, জল সরবারহ সমস্যা দীর্ঘদিনের। এখন এর উন্নতি হয় কি না সেটাই দেখার।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version