Monday, August 25, 2025

এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা বাড়াবে: তৃণমূলের জয়ী প্রার্থীদের অভিনন্দন মমতার

Date:

বাংলায় আরও এক নির্বাচন। বাংলায় আরও এক সবুজ ঝড়। ১০৮ পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাৎ করে এখনও পর্যন্ত ১০২ টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল। চলছে গণনা। পুরনির্বাচনে তৃণমূলের এই বিপুল জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে দলের সকল জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি জানালেন, এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা আরও বাড়িয়ে তুলবে।

রাজ্য পুরসভা নির্বাচনে কার্যত সবুজ সাইক্লোনের পর এদিন টুইট করে সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “মা মাটি মানুষকে এই বিপুল জনাদেশ দেওয়ার জন্য সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সকল জয়ী প্রার্থীদের অভিনন্দন।” পাশাপাশি আরও একটি টুইটে তৃণমূল নেত্রী লেখেন, “এই জয় আমাদের দায়িত্ব ও নিষ্ঠা আরও বাড়িয়ে তুলবে। মানুষের কাছে আমাদের আরও বেশি নম্র করে তুলবে। আসুন আমরা একসঙ্গে শান্তি সমৃদ্ধি ও রাজ্যের উন্নয়নে সামিল হই।”

 

বুধবার রাজ্যের ১০৮ পুরসভার ফলাফল ঘোষণা শুরু হতেই দেখা যায় ১০৮ পুরসভার বেশিরভাগটাই তৃণমূলের ঝুলিতে। শেষ পাওয়া খবরে, এখনও পর্যন্ত ১০৮ পুরসভার মধ্যে ১০২টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল। বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপির মধ্যে তাহেরপুর পুরসভা গিয়েছে বামেদের দখলে, বাকিরা শূন্য। পাশাপাশি দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে হামরো পার্টি। ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে আরও ৪ টি পুরসভা। বলার অপেক্ষা রাখে না, পুরসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল জয়ে উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থক থেকে শুরু করে নেতা-কর্মীরা।

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version