Tuesday, August 26, 2025

Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

Date:

রাজ্য জুড়ে শুধুই সবুজ ঝড়। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল,৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। পুরভোটে (Municipal Election 2022) যখন রেকর্ড গড়ে ফেলল রাজ্যের শাসকদল (TMC), তখন হুগলির শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) একটি বুথে পুনর্নির্বাচন করার (Repoll) সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। ৪ মার্চ ফের ভোট হবে ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে।

বুধবার সকাল থেকে রাজ্যে ১০৭ টি পুরসভার ভোটের গণনা শুরু হয়। শুরু থেকেই প্রায় সমস্ত পুরসভাতেই বিরোধীদের পিছনে ফেলে দেয় রাজ্যের শাসকদল। শুভেন্দু অধিকারীর ওয়ার্ড হোক বা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। উল্লেখ্য পুরভোটের দিন কোথাও ভুয়ো ভোটার, তো কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। আঙুল তোলা হয়েছিল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের পর শ্রীরামপুর পুরসভার একটি বুথে পুর্ননির্বাচন ঘোষণা করা হল। কমিশন সূত্রের খবর, ভোট চলাকালীন শ্রীরামপুর পুরসভার ২ ওয়ার্ডের ৩ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যায়। বহু চেষ্টা করেও ওই ইভিএম কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যন্য বুথে ভোটের নিরিখে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাত্র ২৩৪ ভোটে এগিয়ে। শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। ফলে ৩ নম্বর বুথের ইভিএম ক’টা ভোট পড়েছে, তা জানা না গেলে শাসকদলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা যাবে না, সেকারণেই এই পুনর্নির্বাচন। কমিশন সূত্রে খবর ওইদিন নির্বাচনের পরেই ফল ঘোষণা করা হবে।

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version