Sunday, May 4, 2025

আবছা রয়ে গেল তাঁর চেহারা, শুধু দেখা গেল চেনা স্টাইলে হেঁটে আসা আর চির পরিচিত কণ্ঠস্বর ” একটু অপেক্ষা করুন, পাঠানের(Pathan) সঙ্গে আলাপ হবে খুব শিগগিরি।”এভাবেই চার বছর পর বড় পর্দায় কিং খানের(King Khan)আবির্ভাব। মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের(Shah Rukh Khan) আগামি ছবি ‘পাঠান’-এর প্রথম ঝলক। টিজার শুরু হয় জন আব্রাহাম (John Abraham) আর দীপিকা পাড়ুকোনকে(Dipika padukone) দিয়ে। ধর্ম নেই, জাত নেই, তাই নামও নেই। তাহলে কী ভাবে ‘পাঠান’ (Pathan)হলেন তিনি? শাহরুখ খানের কথায়, উত্তর জানতে একটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Actress Srabanti : চেন -বাঁধা বেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি, বিপাকে শ্রাবন্তী

বুধবার দুপুরে নেটমাধ্যমে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ (Pathan)এর প্রথম ঝলক পোস্ট করে শাহরুখ লেখেন, “জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।”

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। চার বছর পরে ফের বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসআরকে (SRK)এর ফ্যানেরা। তবে দর্শকের সামনে এলেন না তিনি। যতই অনুরাগীরা তাঁর ছবিতে লম্বা চুল, দাড়ি বসিয়ে প্রতিক্ষায় মত্ত হোন না কেন, বলিউডের(Bollywood) ‘কিং’ এখনই ধরা দেবেন না। গুপ্তচরের ভূমিকায় যেন এখন থেকেই অবতীর্ণ হয়ে গেছেন বাদশা।

যেদিন ছবির ঝলক সামনে এল, ঘটনাচক্রে সেদিনই অর্থাৎ বুধবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। তাই একসাথে ডবল খুশি ‘মন্নত’ মালিকের জীবনে।’পাঠান’ এর যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে শাহরুখ স্পস্ট ভাবে ধরা না দিলেও, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন দর্শকদের সামনে এলেন। পরিচয় করালেন ‘পাঠান’-এর সঙ্গে। জানালেন ভারতই তাঁর ধর্ম, ভারতের কল্যাণই তাঁর কর্ম। আসছে সেই ‘পাঠান’।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version