Tuesday, August 26, 2025

Shah Rukh Khan: প্রথম ঝলকে ধরা দিয়েও আবছা রয়ে গেলেন ‘পাঠান’ শাহরুখ খান

Date:

আবছা রয়ে গেল তাঁর চেহারা, শুধু দেখা গেল চেনা স্টাইলে হেঁটে আসা আর চির পরিচিত কণ্ঠস্বর ” একটু অপেক্ষা করুন, পাঠানের(Pathan) সঙ্গে আলাপ হবে খুব শিগগিরি।”এভাবেই চার বছর পর বড় পর্দায় কিং খানের(King Khan)আবির্ভাব। মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের(Shah Rukh Khan) আগামি ছবি ‘পাঠান’-এর প্রথম ঝলক। টিজার শুরু হয় জন আব্রাহাম (John Abraham) আর দীপিকা পাড়ুকোনকে(Dipika padukone) দিয়ে। ধর্ম নেই, জাত নেই, তাই নামও নেই। তাহলে কী ভাবে ‘পাঠান’ (Pathan)হলেন তিনি? শাহরুখ খানের কথায়, উত্তর জানতে একটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Actress Srabanti : চেন -বাঁধা বেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি, বিপাকে শ্রাবন্তী

বুধবার দুপুরে নেটমাধ্যমে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ (Pathan)এর প্রথম ঝলক পোস্ট করে শাহরুখ লেখেন, “জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।”

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। চার বছর পরে ফের বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসআরকে (SRK)এর ফ্যানেরা। তবে দর্শকের সামনে এলেন না তিনি। যতই অনুরাগীরা তাঁর ছবিতে লম্বা চুল, দাড়ি বসিয়ে প্রতিক্ষায় মত্ত হোন না কেন, বলিউডের(Bollywood) ‘কিং’ এখনই ধরা দেবেন না। গুপ্তচরের ভূমিকায় যেন এখন থেকেই অবতীর্ণ হয়ে গেছেন বাদশা।

যেদিন ছবির ঝলক সামনে এল, ঘটনাচক্রে সেদিনই অর্থাৎ বুধবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। তাই একসাথে ডবল খুশি ‘মন্নত’ মালিকের জীবনে।’পাঠান’ এর যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে শাহরুখ স্পস্ট ভাবে ধরা না দিলেও, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন দর্শকদের সামনে এলেন। পরিচয় করালেন ‘পাঠান’-এর সঙ্গে। জানালেন ভারতই তাঁর ধর্ম, ভারতের কল্যাণই তাঁর কর্ম। আসছে সেই ‘পাঠান’।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version