১) শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। টি-২০ সিরিজের মতন টেস্ট সিরিজও পকেটে পুড়তে মরিয়া রোহিত শর্মার দল।

২) মোহালিতে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। তার আবেগে ভাসলেন তিনি। শততম টেস্ট ম্যাচের আগে কোহলিকে শুভেচ্ছা সৌরভ, সচিনদের।
৩) চেন্নাইয়ানকে হারিয়ে আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান।বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা। এই জয়ের ফলে ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল জুয়ান ফেরান্ডোর দল।

৪) আইলিগের দ্বিতীয় পর্যায় জয় দিয়ে শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার তারা ২-০ গোলে হারাল আইজল এফসিকে। সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল দুটি করেন জোসেফ।

৫) বিসিসিআইয়ের নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন ভারতের প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা। ধীরাজ মালহোত্রার ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন তিনি। গত বছর জাতীয় নির্বাচক করা হয়েছিল কুরুভিল্লা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ
