Belur Math : শ্রীরামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি: দু’বছর পর আজ খিচুড়ি ভোগ হচ্ছে বেলুড়মঠে

আজ পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি । এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বেলুড়মঠে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়েছে । সেই সঙ্গে আজ ভোগ বিতরণও করা হবে । করোনা সংকটকালে প্রায় দু’বছর ভক্তদের জন্য প্রসাদ বিতরণ বন্ধ রেখেছিল বেলুড় মঠ। কিন্তু শুক্রবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আবারও ভোগ দেওয়া হবে উপস্থিত ভক্তদের। ফলে সকাল থেকেই সাজোসাজো রব বেলুড়মঠে। ভক্তরাও সানন্দে এসেছেন বেলুড়মঠে।

বেলুড় মঠের তরফে জানানো হয়েছে মঠে ভক্তদের জন্য ভোগ বিতরণ নতুন কিছু নয়। কিন্তু করোনার জন্য কোভিড বিধি মেনে মাঝে দু’বছর ভোগ বিতরণ বন্ধ ছিল । তবে এদিন পুরনো নিয়মেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এখনো মেনে চলা হবে কোভিড বিধি। সারিবদ্ধ ভাবে ভক্তদের খেতে বসানো হবে। কোনোভাবেই যেন বেশি ভিড় না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা হবে।

 

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleRussia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে