Russia-Eucrain : গোটা ইউক্রেন দখল না করে যুদ্ধ থামাব না : ভ্লাদিমির পুতিন

গোটা ইউক্রেনের দখল হাতে না আসা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না । ফরাসি প্রেসিডেন্টকে(president of France) একথা জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট (president of Russia) ভ্লাদিমির পুতিন। মস্কোকে যুদ্ধ থেকে বিরত করার জন্য বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরে। প্রায় ৯০ মিনিট তাদের মধ্যে কথা হয় । এবং বলাই বাহুল্য ফোনালাপের প্রধান বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু জানা গিয়েছে ফোনালাপের সময় একাধিকবার পুতিন জোর গলায় দাবি করেছেন যে গোটা ইউক্রেন মস্কোর দখলে না আসা পর্যন্ত তিনি কিছুতেই যুদ্ধ থামাবেন না । দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট নিজের উদ্বেগ চেপে রাখতে পারেননি। নিজের ব্যক্তিগত সচিবকে তিনি জানিয়েছেন রাশিয়া আর অল্প কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে । যার ফল শুধু ইউক্রেনকেই নয়, বিশ্ববাসীকেও মারাত্মক ভাবে ভুগতে হতে পারে।

তিনি এ-ও বলেন, ‘‘এখনও তো খারাপ কিছুই ঘটেনি। আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।’’ ভবিষ্যত নিয়ে মাকরঁ যে বেশ উদ্বিগ্ন, তা কোনও রাখঢাক না রেখেই স্বীকার করেছেন তিনি।

 

Previous articleWeather -kolkata : ফের জোড়া নিম্নচাপ, অস্বস্তিকর গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস