Friday, August 22, 2025

India Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের

Date:

আসন্ন এএফসি এশিয়ান কাপ ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ভারতীয় দলের ( India)। প্রতিপক্ষ বাহরিন এবং বেলারুশ। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে না ভারত। কিন্তু বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। আর সেই ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এই ৩৫ জন থেকে ফাইনাল দল নির্বাচিত করা হবে জানান হয়েছে।

আগামী ১০ মার্চ পুনেতে সমস্ত ফুটবলার এবং হেড কোচ ও সাপোর্ট স্টাফরা একত্রিত হবে। এদিকে যেসকল ফুটবলাররা আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে, তারা লিগ শেষ করে সরাসরি শিবিরে যোগ দেবেন।

এদিকে ভারতীয় দলে রয়েছে একাধিক নতুন মুখ।প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ, দীপক টাংরি, রোশন সিং, বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহের, অনিকেত যাদব ও জেরি মাওয়িংথাঙ্গা দলে সুযোগ পেয়েছেন। এরা প্রত্যেকেই চলতি আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ৩৮ সদস্যের সম্ভাব্য দল –

গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, নরেন্দর গেহলট, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস, আকাশ মিশ্রা, মন্দার রাও দেশাই, রোশন সিং।

মিডফিল্ডার – উদান্তা সিং, বিক্রম প্রতাপ সিং, অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাউইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, জেরি মাওয়িমিংথাঙ্গা।

ফরোয়ার্ড – মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, রহিম আলি।

আরও পড়ুন:Sc EastBengal: শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

 

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version