Wednesday, November 5, 2025

India Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের

Date:

আসন্ন এএফসি এশিয়ান কাপ ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ভারতীয় দলের ( India)। প্রতিপক্ষ বাহরিন এবং বেলারুশ। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে না ভারত। কিন্তু বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। আর সেই ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এই ৩৫ জন থেকে ফাইনাল দল নির্বাচিত করা হবে জানান হয়েছে।

আগামী ১০ মার্চ পুনেতে সমস্ত ফুটবলার এবং হেড কোচ ও সাপোর্ট স্টাফরা একত্রিত হবে। এদিকে যেসকল ফুটবলাররা আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে, তারা লিগ শেষ করে সরাসরি শিবিরে যোগ দেবেন।

এদিকে ভারতীয় দলে রয়েছে একাধিক নতুন মুখ।প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ, দীপক টাংরি, রোশন সিং, বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহের, অনিকেত যাদব ও জেরি মাওয়িংথাঙ্গা দলে সুযোগ পেয়েছেন। এরা প্রত্যেকেই চলতি আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ৩৮ সদস্যের সম্ভাব্য দল –

গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, নরেন্দর গেহলট, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস, আকাশ মিশ্রা, মন্দার রাও দেশাই, রোশন সিং।

মিডফিল্ডার – উদান্তা সিং, বিক্রম প্রতাপ সিং, অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাউইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, জেরি মাওয়িমিংথাঙ্গা।

ফরোয়ার্ড – মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, রহিম আলি।

আরও পড়ুন:Sc EastBengal: শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version