Thursday, November 6, 2025

India Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের

Date:

আসন্ন এএফসি এশিয়ান কাপ ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ভারতীয় দলের ( India)। প্রতিপক্ষ বাহরিন এবং বেলারুশ। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে না ভারত। কিন্তু বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। আর সেই ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এই ৩৫ জন থেকে ফাইনাল দল নির্বাচিত করা হবে জানান হয়েছে।

আগামী ১০ মার্চ পুনেতে সমস্ত ফুটবলার এবং হেড কোচ ও সাপোর্ট স্টাফরা একত্রিত হবে। এদিকে যেসকল ফুটবলাররা আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে, তারা লিগ শেষ করে সরাসরি শিবিরে যোগ দেবেন।

এদিকে ভারতীয় দলে রয়েছে একাধিক নতুন মুখ।প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ, দীপক টাংরি, রোশন সিং, বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহের, অনিকেত যাদব ও জেরি মাওয়িংথাঙ্গা দলে সুযোগ পেয়েছেন। এরা প্রত্যেকেই চলতি আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ৩৮ সদস্যের সম্ভাব্য দল –

গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, নরেন্দর গেহলট, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস, আকাশ মিশ্রা, মন্দার রাও দেশাই, রোশন সিং।

মিডফিল্ডার – উদান্তা সিং, বিক্রম প্রতাপ সিং, অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাউইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, জেরি মাওয়িমিংথাঙ্গা।

ফরোয়ার্ড – মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, রহিম আলি।

আরও পড়ুন:Sc EastBengal: শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version