Monday, August 25, 2025

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ‘বইমেলা প্রাঙ্গণ’

Date:

সেন্ট্রাল পার্কের (Central Park) মেলা প্রাঙ্গণের নাম এবার থেকে ‘বইমেলা প্রাঙ্গন’ (Book Fair) হিসাবেই পরিচিত হোক। বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল পার্কের মাঠ হস্তান্তর করা হল। পাবলিসার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ডের হাতে শুক্রবার সংশ্লিষ্ট সমস্ত নথি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে এই মাঠেই হবে কলকাতা বইমেলা। বইমেলার জন্য উৎসর্গ করা হল মাঠকে।

শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। তাঁদের হাতেই নথি তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বইমেলার উদ্বোধন যেদিন হয়েছিল সেইদিন ত্রিদিব ভট্টাচার্য এবং সুধাংশু শেখর দে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে এই সেন্ট্রাল পার্কের নাম বদলে বইমেলা প্রাঙ্গণ করা হয়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে নিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে ‌। সেই হিসেবে নির্দেশিকা জারি করা হয়। তারপর কাগজপত্র তুলে দেওয়া হয় শুক্রবার।

গিল্ডের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ঘোষণা বলেন। এবার থেকে সেন্ট্রাল পার্ক মাঠের সমস্ত অধিকার থাকবে গিল্ডের হাতে। বইমেলা যাতে প্রত্যেক বছর এই মাঠেই হয় তা অনেকেই চেয়ে ছিলেন। সেই কথায় জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে গিল্ডের তরফ থেকে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল পার্ক কলকাতা বইমেলার জন্য উৎসর্গ করা হল।

আরও পড়ুন- রাশিয়ার সাধারণ মানুষকে পুতিন- হত্যার পরামর্শ মার্কিন সেনেটরের, পাল্টা আক্রমণ রাশিয়ান দূতাবাসের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version