চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) দ্বিতীয় দিনেও দাপট বজায় রাখল বাংলা (Bengal)। প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল অভিমন্যু ইশ্বরনের দল। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান চণ্ডীগড়ের। ৩০৪ রান পিছিয়ে তারা। বাংলার হয়ে দুরন্ত ব্যাটিং সায়ন মণ্ডলের। ৯৭ রানে অপরাজিত তিনি। ৫৩ রান করেন মনোজ তিওয়াড়ি। ২৮ রান করেন মুকেশ কুমার। চণ্ডীগড়ের হয়ে ৫ উইকেট নেন জগজিৎ সিং।

জবাবে ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় চণ্ডীগড়। বল হাতে শুরু থেকেই উইকেট নিতে থাকে বাংলা। মুকেশ কুমার ফিরিয়ে দেন অনুর্ধ্ব১৯ বিশ্বকাপজয়ী দলের হারনুর সিংকে। আকাশ দীপের চোট থাকায় এই ম্যাচে খেলতে নেমেছেন নীলকণ্ঠ দাস। তিনটি উইকেট নিয়েছেন তিনি। সায়ন নেন দুই উইকেট। তৃতীয় দিনে চণ্ডীগড়কে ফলো-অন করানোর চেষ্টা করবে বাংলা। এই ম্যাচ জিতলে নক আউটের রাস্তা পাকা হয়ে যাবে অভিমন্যু ইশ্বরনদের।
আরও পড়ুন:India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭
