Monday, November 10, 2025

মানবিক করিডর করে সাধারণ নাগরিকদের সরাতে রাজি রাশিয়া ও ইউক্রেন

Date:

রাশিয়ার(Russia) হামলায় পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে ইউক্রেনে(Ukraine)। ভয়াবহ অবস্থা সেখানকার সাধারণ মানুষের। এহেন পরিস্থিতির মাঝে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। সেখানেই দুই দেশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের সাধারন নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে তৈরি করা হবে মানবিক করিডর।

রাশিয়া ইউক্রেনের এই বৈঠকের অবশ্য সার্বিকভাবে কোন রফা সূত্র বের হয়নি। তবে বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক (Mykhailo Podolyak) জানান, দ্বিতীয় দফার বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনও ফল পাওয়া যায়নি। তবে দেশের সাধারণ নাগরিকদের মানবিক করিডোর করে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সম্মত হয়েছে দুই দেশই। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে। কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ইউক্রেনের তরফে। এনিয়ে আগামীদিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ।

আরও পড়ুন:অধিক মস্কো প্রীতিতে ‘আম-ছালা’ দুই যাওয়ার জোগাড় নয়াদিল্লির

এদিকে বৈঠকের পর ইউক্রেনের উপদেষ্টা আরো জানান, কিয়েভ যতটা আশা করেছিল ততটা ফল বৈঠক থেকে আসেনি। তিনি বলেন, “একমাত্র যে বিষয়টি আমি বলতে পারি তা হচ্ছে, আমরা মানবিক বিষয়গুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। কারণ, এখন বেশ কিছু শহর ঘেরাও হয়ে আছে। চিকিত্‍সা, খাবার এবং মানুষজনকে সরানো নিয়ে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version