Manipur election : শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে মণিপুরে

আজ শনিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে পূর্ব ভারতীয় রাজ্য মণিপুরে (Manipur election) । সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২২ শতাংশ। সকাল ৭টায় থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। যারা করোনা আক্রান্ত, তারাও এ দিন ভোট দিতে পারবেন । শুধুমাত্র তাদের জন্য সময় রাখা হয়েছে শেষের এক ঘন্টা। অর্থাৎ সকলের ভোট পর্ব মিটে গেলে দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত করোনা আক্রান্তরা ভোট দিতে পারবেন।

এদিন সকাল থেকে প্রতিটি বুথে বুথে উৎসাহী ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে দূরত্ব বিধি মেনে, করোনা বিধি মেনে সকলেই ভোট দিয়েছেন। দ্বিতীয় দফায় মোট ৬টি জেলায় ২২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। মোট ৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ।

 

Previous articleRussia-Ukraine War: ইউরোপে বড় সাইবার হামলার আশঙ্কা, সমস্যায় ইন্টারনেট ব্যবহারকারীরা
Next articleWest Bengal: মাধ্যমিকের প্রশ্নপত্র “ফাঁস” রুখতে একাধিক পদক্ষেপের ভাবনায় পর্ষদ