Tuesday, August 26, 2025

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার

Date:

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া (Russia- Ukraine Crisis)। ইউক্রেনের শহর মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া সেনা বাহিনী। এমনই দাবি ইউক্রেনের প্রেসিন্ডেন্ট জেলেনস্কির দফতরের এক আধিকারিকের। এর পাল্টা দিয়েছে রাশিয়াও।

আরও পড়ুন-সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

আজভ সাগরের তীরে মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে দেশ ছাড়ায় সুযোগ দিতে দুই দেশের মধ্যে সমঝোতা মেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনাবাহিনী ওই সমঝোতা মানছে না। ফলে স্থগিত রাখা হয়েছে মারিউপোলের নাগরিকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ।

মারিউপোল ছাড়াও পূর্বের ভলনোভাখা-সহ বিভিন্ন এলাকায় রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের আধিকারিক কিরিলো টিমোশেঙ্কো জানান, “সাময়িক যুদ্ধবিরতি মানছে না রাশিয়া। মারিউপোল ও সংলগ্ন এলাকায় লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়া।” তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে নিরাপদে মারিউপোল ছাড়তে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। যুদ্ধবিরতি নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছি।”

আরও পড়ুন-অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

এর পাল্টা দিয়ে রাশিয়া বলে, শুধু রুশ সেনা গোলাবর্ষণ করেনি। ইউক্রেনের সেনাও হামলা চালিয়েছে। আজ রাশিয়া- ইউক্রেন (Russia- Ukraine Crisis) যুদ্ধের দশম দিন। যুদ্ধ এখনও চলছে। সকালে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করলেও লাগারতার গোলাবর্ষণ করছে পুতিনের দেশ এমনিই অভিযোগ উঠেছে।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version