Thursday, November 6, 2025

অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

Date:

রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের (Entire Staff Russian TV Channel Resigned)। তাঁদের দাবি, যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেন- আক্রমণের বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ আগেই দেখা গিয়েছিল। এবার রাশিয়ার সংবাদমাধ্যমের বহু কর্মীরা অন এয়ারই চাকরি ছাড়লেন।

রাশিয়ার খবরের চ্যানেল টিভি রেইন লাগাতার যুদ্ধের খবর তুলে ধরছিল। ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যুর খবরও ওই চ্যানেলের কর্মীরা তুলে ধরছিলেন দর্শকদের সামনে। তাতেই ওই চ্যানেলের সম্প্রচার সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মস্কো। সেই মতো শেষ বার সম্প্রচার চলাকালীন কর্মীরা একজোটে ক্যামেরার সামনে হাজির হয়ে বলেন, যুদ্ধের বিরোধিতায় গণ ইস্তফা (Entire Staff Russian TV Channel Resigned) দিচ্ছেন তাঁরা। যুদ্ধ থামলে, আবার দর্শকের সামনে উপস্থিত হবেন তাঁরা। টিভি রেইন-এর কর্মীদের গণ ইস্তফার ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-জেলেনস্কির প্ররোচনায় নিউক্লিয়ার প্লান্টে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর

চ্যানেল টিভি রেইন-এর প্রতিষ্ঠাতা ন্যাটালিয়া সিন্দেয়েভা বলেন, “আমাদের এই যুদ্ধে সায় নেই।” তাঁরা ক্য়ামেরার সামনে থেকে সরে যাওয়ার পর চ্যানেলে দেখানো হয় ‘সোয়ান লেক ব্যালে’ ভিডিয়ো। যা কি না ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশের সমস্ত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল।

রাশিয়া ইউক্রেন হামলার পর বিভিন্ন দেশে সমালোচনার মুখে পড়েছে পুতিনের দেশ। যে কয়েকটি মুক্তমনা চ্যানেল এবং রেডিও স্টেশন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছিল সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যুদ্ধবিরোধী অবস্থান থেকে ভুয়ো খবর দেখালে জেল হেফাজতের হুমকিও দেওয়া হয়েছে বহু সংবাদমাধ্যমকে।

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version