Tuesday, May 20, 2025

সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

Date:

সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের(Ukraine) পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের(Indian Student) নিয়ে। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) জানালেন, “ইউক্রেনের সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের পড়ুয়ারা যাতে সুরক্ষিতভাবে সেখান থেকে বের হয়ে আসেন তার জন্য ‘সেফ করিডর'(Safe Corridor) তৈরির বিষয়ে আলোচনা করা হচ্ছে দুই দেশের সঙ্গে। পড়ুয়াদের উদ্ধারে এই করিডোর তৈরিতে রাশিয়া ও ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে ভারত।”

পাশাপাশি আটকে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “সকল পড়ুয়াদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয়, এবং কোনভাবেই প্রয়োজন ছাড়া সেল্টারের বাইরে না আসে। অনাবশ্যক ঝুঁকি যেন কোনভাবেই না নেওয়া হয়।” যদিও সরকারের আশ্বাসে স্বস্তির কোন জায়গা দেখছে না আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য শনিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

আটকে থাকা এক পড়ুয়া শনিবার সংবাদমাধ্যমকে জানান, দিনের-পর-দিন বাঙ্কারে থাকতে থাকতে জল-খাবার সব শেষ। কোনমতে জল জোগাড় করা সম্ভব হলেও তা কতদিন চলবে তা নিয়ে শঙ্কা রয়েছে। সুপার মার্কেট খুলছে ঠিকই তবে এটিএমে টাকা নেই। পাশাপাশি সুপার মার্কেটে সাপ্লাই অত্যন্ত কম যা আছে তা দ্রুত শেষ হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব ফুরিয়ে যাবে, তখন আমরা কী করবো জানি না।

Related articles

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...
Exit mobile version