Sunday, August 24, 2025

সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

Date:

সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের(Ukraine) পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের(Indian Student) নিয়ে। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) জানালেন, “ইউক্রেনের সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের পড়ুয়ারা যাতে সুরক্ষিতভাবে সেখান থেকে বের হয়ে আসেন তার জন্য ‘সেফ করিডর'(Safe Corridor) তৈরির বিষয়ে আলোচনা করা হচ্ছে দুই দেশের সঙ্গে। পড়ুয়াদের উদ্ধারে এই করিডোর তৈরিতে রাশিয়া ও ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে ভারত।”

পাশাপাশি আটকে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “সকল পড়ুয়াদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয়, এবং কোনভাবেই প্রয়োজন ছাড়া সেল্টারের বাইরে না আসে। অনাবশ্যক ঝুঁকি যেন কোনভাবেই না নেওয়া হয়।” যদিও সরকারের আশ্বাসে স্বস্তির কোন জায়গা দেখছে না আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য শনিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

আটকে থাকা এক পড়ুয়া শনিবার সংবাদমাধ্যমকে জানান, দিনের-পর-দিন বাঙ্কারে থাকতে থাকতে জল-খাবার সব শেষ। কোনমতে জল জোগাড় করা সম্ভব হলেও তা কতদিন চলবে তা নিয়ে শঙ্কা রয়েছে। সুপার মার্কেট খুলছে ঠিকই তবে এটিএমে টাকা নেই। পাশাপাশি সুপার মার্কেটে সাপ্লাই অত্যন্ত কম যা আছে তা দ্রুত শেষ হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব ফুরিয়ে যাবে, তখন আমরা কী করবো জানি না।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version