Wednesday, August 27, 2025

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার

Date:

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া (Russia- Ukraine Crisis)। ইউক্রেনের শহর মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া সেনা বাহিনী। এমনই দাবি ইউক্রেনের প্রেসিন্ডেন্ট জেলেনস্কির দফতরের এক আধিকারিকের। এর পাল্টা দিয়েছে রাশিয়াও।

আরও পড়ুন-সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

আজভ সাগরের তীরে মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে দেশ ছাড়ায় সুযোগ দিতে দুই দেশের মধ্যে সমঝোতা মেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনাবাহিনী ওই সমঝোতা মানছে না। ফলে স্থগিত রাখা হয়েছে মারিউপোলের নাগরিকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ।

মারিউপোল ছাড়াও পূর্বের ভলনোভাখা-সহ বিভিন্ন এলাকায় রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের আধিকারিক কিরিলো টিমোশেঙ্কো জানান, “সাময়িক যুদ্ধবিরতি মানছে না রাশিয়া। মারিউপোল ও সংলগ্ন এলাকায় লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়া।” তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে নিরাপদে মারিউপোল ছাড়তে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। যুদ্ধবিরতি নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছি।”

আরও পড়ুন-অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

এর পাল্টা দিয়ে রাশিয়া বলে, শুধু রুশ সেনা গোলাবর্ষণ করেনি। ইউক্রেনের সেনাও হামলা চালিয়েছে। আজ রাশিয়া- ইউক্রেন (Russia- Ukraine Crisis) যুদ্ধের দশম দিন। যুদ্ধ এখনও চলছে। সকালে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করলেও লাগারতার গোলাবর্ষণ করছে পুতিনের দেশ এমনিই অভিযোগ উঠেছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version