Thursday, November 13, 2025

CPIM: কলকাতা জেলা সম্মেলনের শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি, কী বললেন সূর্যকান্ত!

Date:

শেষ হল সিপিআইএম-এর (CPIM) কলকাতা জেলা সম্মেলন। প্রতিদিনই কিছু না কিছু চমক ছিল। তবে, শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানান তৃণমূল-বিজেপির (TMC-BJP) মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দল।

রাজ্য সম্মেলনের প্রথমদিন থেকেই জোট নিয়ে প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য নেতৃত্বকে। জোটের বর্তমান ও ভবিষ্যত নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, সওয়াল করা হয় দলের একা চলার পক্ষে। এই পরিস্থিতিতে শনিবার, রাজ্য সম্পাদক স্বীকার করেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যেভাবে প্রচার হওয়ার দরকার ছিল তা করা হয়নি। এই প্রথম বাংলার কোনও নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয় বলেও মন্তব্য করেন সূর্যকান্ত। কিন্তু সেই জায়গায় আঘাত করে বিজেপি বিরুদ্ধে প্রচারে ঝাঁঝ বাড়াতে পারেনি সিপিআইএম। তৃণমূলকে তো রোখাই যায়নি। বিজেপিকেও আটকাতে পারেনি দল। এই ব্যর্থতা স্বীকার করেন সূর্যকান্ত মিশ্র।

একই সঙ্গে সংযুক্ত মোর্চা নিয়ে সূর্যকান্তের মত, এটি চূড়ান্ত অসফল। মানুষের কাছে ওই জোট কোনও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। ভবিষ্যতে জোট হলে অবশ্যই নীচুতলার নেতৃত্বের মতামত নিয়েই করা হবে বলে আশ্বাস দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

কলকাতা জেলার সম্পাদক হিসেবে থাকছেন কল্লোল মজুমদার। তবে, বয়সের কারণে সরে যাচ্ছেন বিমান বসু-সহ অন্যান্যরা। বয়স নিয়ে কোনও নমনীয়তা দেখানো হবে না বলে জানান সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি মোট ৬৫ জনের কমিটি গঠিত হয়; যার মধ্যে ১৩ জন নতুন। বেশ কয়েকজন রেড ভলান্টিয়ারকেও নতুন কমিটিতে আনা হয়।

আরও পড়ুন:Assembly: বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, সিদ্ধান্ত সোমবার: মন্তব্য অধ্যক্ষর

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version