সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আয়োজন করা হয়েছিল প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta) স্মরণসভা।
প্রাক্তন ফুটবলাররা নিজেদের বক্তব্যে সুরজিতের জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। সুরজিতের পরিবারের তরফে হাজির ছিলেন স্ত্রী এবং তাঁর পুত্র স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে সুরজিতের ছবিতে মাল্যদান করা হয়।
স্মরণ সভায় সুরজিতের উপর নির্মিত একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
আরও পড়ুন:I-League: আইলিগে জয়ের হ্যাটট্রিক মহামেডানের