Monday, May 19, 2025

তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ফের তলব করল সিবিআই(CBI)। ১৪ মার্চ কলকাতার(Kolkata) নিজাম প্যালেসে (Nizam Palace)সশরীরে উপস্থিত হতে হবে অনুব্রত মণ্ডলকে।

উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এর আগেও তাঁকে ডাকা হয়েছিল।কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)।এবার যদি তিনি উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে আইনি নোটিস পাঠানো হতে পারে বলে সিবিআই(CBI) সূত্রে খবর।

প্রসঙ্গত সিবিআইয়ের তলব নিয়ে বীরভূমের জেলা সভাপতি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্ত প্রক্রিয়া চালানো যাবে। কিন্তু চার্জশিটে সরাসরি তাঁর নাম না থাকায় সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলেই জানায় হাইকোর্ট। গরু পাচার মামলায় সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে কলকাতায় সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয় বলে তিনি আগেই জানিয়েছিলেন। বোলপুরে বাড়ির কাছাকাছি বা আশেপাশে কোনও স্থানে যেতে তাঁর কোনও আপত্তি নেই। আইনজীবী মারফত এই চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল।ফের তাঁকে কলকাতার নিজাম প্যালেসেই যেতে বলা হয়েছে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল কী পদক্ষেপ নেন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

 

Related articles

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...
Exit mobile version