Wednesday, November 12, 2025

প্যালেস্তাইনে ভারতীয় কূটনীতিকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

Date:

প্যালেস্তাইনে(Palastine) এক ভারতীয় কূটনীতিকের(Indian ambassador) মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। রবিবার প্যালেস্তাইনের রামাল্লা শহরের দূতাবাস চত্বর থেকে উদ্ধার হয় ওই মৃতদেহ। এদিন এই মৃত্যুর তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S jaishankar)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্যালেস্তাইন। জানা গিয়েছে, মৃত ওই ভারতীয় কূটনীতিকের নাম মুকুল আর্য(Mukul Arya)।

এদিন এই তথ্য প্রকাশ্যে এনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, প্যালেস্তাইনের রামাল্লা শহরের ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিলেন মুকুল আর্য। রবিবার দূতাবাস এলাকা থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। যদিও কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্যালেস্তাইন সরকার। পাশাপাশি টুইটে তিনি লেখেন, “প্যালেস্তাইনে ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুতে আমরা শোকাহত। অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন:বেনজির: বিজেপির পরিকল্পিত বিক্ষোভে অধিবেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা, সাংবিধানিক দায়বদ্ধতা পালন রাজ্যপালের

এদিকে এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মহম্মদ স্তেয়াহ। তাঁরা এই ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কূটনীতিবিদের বাসভবনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকার যা যা করণীয় সব করবে। পাশাপাশি ওই ভারতীয় কূটনীতিকের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচের আধিকারিক ছিলেন মুকুল আর্য। এর আগে কাবুল, মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন তিনি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version