Tuesday, November 4, 2025

ভারতীয়দের ফেরাতে ফোনালাপ পুতিন-মোদির: নিরাপদে ফেরানোর আশ্বাস রাশিয়ার

Date:

বহু পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই, তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের(Ukraine) নানা প্রান্তে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়(India)। তাদের উদ্ধার করে দেশে ফেরাতে তৎপর মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এদিন প্রায় ঘণ্টাখানেক দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় পড়ুয়াদের উদ্ধার করার বিষয়টি নিয়ে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোমবার প্রায় ৫০ মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে বেশিরভাগ সময়টাই সুমিতে আটকে থাকা ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে কথা বলেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট মোদিকে আশ্বাস দেন ভারতীয়দের উদ্ধারে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এছাড়াও এদিনের আলোচনায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত তথ্য দিয়েছেন পুতিন। ফোনে আলোচনা চলাকালীন পুতিনকে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলার আবেদন জানান মোদি। একইসঙ্গে মানবিকতার খাতিরে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার আগে এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় মুখ্য বিষয় হিসাবে উঠে আসে সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়টি। এর পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version