Utrarpradesh- Election : আজ উত্তরপ্রদেশে শেষ দফার ভোট , দেশের নজর বারাণসী কেন্দ্রে

আজ, সোমবার উত্তরপ্রদেশে (up assembly election) শেষ দফার ভোট । বারাণসী সহ ৮ জেলার ৫৪ টি আসনে ভোটগ্রহণ চলছে । এরমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra modi) লোকসভা কেন্দ্র বারাণসীর ৮ টি আসন রয়েছে । বারাণসী ছাড়াও আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহি, সোনভদ্র সহ মোট ৮টি জেলায় ভোট চলছে।

এদিন সকাল সাতটা থেকে পুরোপুরি কোভিড বিধি মেনে , নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভোটাররা ভোট দিতে এসেছেন। উৎসাহী ভোটারদের লাইন চোখে পড়ার মতো । সকলেই সকাল সকাল এসে নিজের ভোট দিয়ে দিতে চাইছেন। এদিন সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.৫৮ শতাংশ।

 

উত্তরপ্রদেশের আজকের ভোট সত্যিই নজরকাড়া । কারণ বারাণসীর যে ৮ টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে পাঁচটিতেই এর আগে অর্থাৎ ২০১৭ র বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি । ফলে বারাণসী জয়ের ব্যাপারে বিজেপি প্রায় একশো শতাংশ নিশ্চিত । অন্যদিকে মোদির বারাণসী কেন্দ্রে কামড় বসাতে মরিয়া আখিলেশ যাদবও। বারাণসীতে যদি নরেন্দ্র মোদিকে হারিয়ে দেওয়া যায় তাহলে সারাদেশেই বিজেপির ভিত আলগা হয়ে যাবে । স্বাভাবিকভাবেই বারাণসীর ভোট নিয়ে আজ দেশের রাজনীতি সরগরম।

গত প্রায় এক সপ্তাহ ধরে বিজেপির তাবড় নেতা উত্তরপ্রদেশের মাটি কামড়ে পড়েছিলেন । উত্তরপ্রদেশ জয় করতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের বড়- মাঝারি থেকে ছোট নেতা-নেত্রীরা।পিছিয়ে ছিলেন না মূল্যায়ম- পুত্র অখিলেশ যাদবও । বিজেপি কে হারাতে এবং উত্তরপ্রদেশের জয় ছিনিয়ে আনতে মরিয়া প্রচার চালিয়েছেন তিনিও।

এখন শেষ হাসি হাসবেন কে? অখিলেশ যাদব নাকি যোগী আদিত্যনাথ ? কার দখলে যাবে উত্তর প্রদেশ ? সেদিকেই নজর দেশবাসীর।

 

Previous article“আত্মবিশ্বাসী থেকো, সাফল্য তোমরা পাবেই”, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Next articleWest Bengal: আজ সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু