অসুস্থ পরিচালক রাজা চন্দ (Raja Chanda ill)। হৃদরোগে আক্রান্ত তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ব্লকেজ ধরা পড়েছে তাঁর। অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন তাঁর।

গত শনিবার শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজা (Raja Chanda ill)। এরপর তড়িঘড়ি কলকাতার এক নামী বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত। রাজা চন্দের হার্টে বক্লেজ রয়েছে। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে।
আরও পড়ুন: ‘যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন নরীরা’, নারী দিবসে শুভেচ্ছাবার্তা অভিষেকের

এখন কেমন আছেন রাজা? জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর রাজা চন্দর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বাড়িতে ফিরেছেন। তবে ডাক্তারদের পরামর্শ মেনেই চলছেন। তবে আগামিকাল, বুধবার অস্ত্রোপচারের জন্য ফের হাসপাতালে ভর্তি করা হবে রাজাকে।

সম্প্রতি আম্প্রপালি (Amrapali) ছবির শুটিং শেষ করেছেন পরিচালক রাজা চন্দ। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ। একদিকে যেমন চলছে আম্রপালির ডাবিং সেইসঙ্গেই চলছে নতুন ছবির কাজ। এরমধ্যেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক।
