Saturday, May 3, 2025

সোমবার রাতে আইএসএলে (Isl) জামশেদপুর এফসির (Jamshedpur Fc) কাছে হেরে লিগ শিল্ড অধরা এটিকে মোহনবাগানের (AtkMohunbagan)। বাগান ব্রিগেডকে লিগ শিল্ড জিততে হলে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গোলের ব‍্যবধানে জিততে হত। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসে জামশেদপুর। তারা ১-০ গোলে হারায় বাগান ব্রিগেডকে। যার ফলে লিগ শিল্ড ঘরে তোলে জামশেদপুর। গোটা ম্যাচে লড়াই করার পরেও হার। সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো মেনে নিচ্ছেন নিজেদের দোষেই হারতে হয়েছে তাদের। তবে এই ম‍্যাচ ভুলে সেমিফাইনালের দিকেই ফোকাসড ফেরান্ডো। সাংবাদিক সম্মেলনে সেই কথা শোনা গেল বাগান কোচের গলায়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ছেলেরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। আমরা এই ম‍্যাচ ভুলে যেতে চাই। আমরা এবার শুধু সেমিফাইনালেই ফোকাসড থাকব।”

সেমিফাইনালে বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। কঠিন প্রতিপক্ষ। এই নিয়ে ফেরান্ডো বলেন, “হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটা ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এবার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।”

লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন হওয়া জামশেদপুর এফসিকে অভিনন্দন জানান বাগান কোচ। তিনি বলেন,”ওরা লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সারা মরশুম ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version