Saturday, August 23, 2025

Atk Mohunbagan: জামশেদপুর এফসির কাছে হেরে সেমিফাইনালে ফোকাসড বাগান কোচ

Date:

সোমবার রাতে আইএসএলে (Isl) জামশেদপুর এফসির (Jamshedpur Fc) কাছে হেরে লিগ শিল্ড অধরা এটিকে মোহনবাগানের (AtkMohunbagan)। বাগান ব্রিগেডকে লিগ শিল্ড জিততে হলে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গোলের ব‍্যবধানে জিততে হত। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসে জামশেদপুর। তারা ১-০ গোলে হারায় বাগান ব্রিগেডকে। যার ফলে লিগ শিল্ড ঘরে তোলে জামশেদপুর। গোটা ম্যাচে লড়াই করার পরেও হার। সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো মেনে নিচ্ছেন নিজেদের দোষেই হারতে হয়েছে তাদের। তবে এই ম‍্যাচ ভুলে সেমিফাইনালের দিকেই ফোকাসড ফেরান্ডো। সাংবাদিক সম্মেলনে সেই কথা শোনা গেল বাগান কোচের গলায়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ছেলেরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। আমরা এই ম‍্যাচ ভুলে যেতে চাই। আমরা এবার শুধু সেমিফাইনালেই ফোকাসড থাকব।”

সেমিফাইনালে বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। কঠিন প্রতিপক্ষ। এই নিয়ে ফেরান্ডো বলেন, “হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটা ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এবার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।”

লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন হওয়া জামশেদপুর এফসিকে অভিনন্দন জানান বাগান কোচ। তিনি বলেন,”ওরা লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সারা মরশুম ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version