Tuesday, May 6, 2025

সোমবার রাতে আইএসএলে (Isl) জামশেদপুর এফসির (Jamshedpur Fc) কাছে হেরে লিগ শিল্ড অধরা এটিকে মোহনবাগানের (AtkMohunbagan)। বাগান ব্রিগেডকে লিগ শিল্ড জিততে হলে জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই গোলের ব‍্যবধানে জিততে হত। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসে জামশেদপুর। তারা ১-০ গোলে হারায় বাগান ব্রিগেডকে। যার ফলে লিগ শিল্ড ঘরে তোলে জামশেদপুর। গোটা ম্যাচে লড়াই করার পরেও হার। সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো মেনে নিচ্ছেন নিজেদের দোষেই হারতে হয়েছে তাদের। তবে এই ম‍্যাচ ভুলে সেমিফাইনালের দিকেই ফোকাসড ফেরান্ডো। সাংবাদিক সম্মেলনে সেই কথা শোনা গেল বাগান কোচের গলায়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” ভাল লাগছে না। দু’গোলে জেতা সহজ ছিল না। জামশেদপুর গোল করার পর কাজটা আরও কঠিন হয়ে যায়। ম্যাচে ফেরার চেষ্টা করেছে ছেলেরা, কিন্তু সফল হতে পারেনি। আমাদের পাসিং, ক্রসগুলো ঠিক মতো হয়নি। তাই যা ফল হওয়ার তাই হয়েছে। আমরা এই ম‍্যাচ ভুলে যেতে চাই। আমরা এবার শুধু সেমিফাইনালেই ফোকাসড থাকব।”

সেমিফাইনালে বাগানের মুখোমুখি হায়দরাবাদ এফসি। কঠিন প্রতিপক্ষ। এই নিয়ে ফেরান্ডো বলেন, “হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটা ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এবার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।”

লিগ শিল্ড চ‍্যাম্পিয়ন হওয়া জামশেদপুর এফসিকে অভিনন্দন জানান বাগান কোচ। তিনি বলেন,”ওরা লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সারা মরশুম ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version