Tuesday, November 11, 2025

International Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, কেন পালিত হয় দিনটি?

Date:

আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। একদিকে ঘরের কাজেও যেমন মেয়েরা পটু অন্যদিকে বাইরের যাবতীয় কাজেও ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ সামলাচ্ছে মেয়েরা। ছেলেদের থেকে কোনও অংশেই আর পিছিয়ে নেই মেয়েরা। কিন্তু তবুও সেই লিঙ্গবৈষম্যর প্রশ্ন ওঠে। তাই নারীদের পুরুষদের মতো সমানাধিকারের জন্য গোটা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবসও পালন করা হয়। যদিও লিঙ্গবৈষম্য দূর করতে শুধু একটি দিনই কেন? এনিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তবে তার আগে জেনে নেওয়া যাক নারী দিবসের নেপথ্যের ইতিহাস-

  • ১৯০৮ সালে বস্ত্র কারখানার শ্রমিকেরা কাজের যোগ্য় সম্মানের জন্য প্রতিবাদ শুরু করেছিলেন। ১৯০৯ সালে ২৮ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। ১৯১০ সালে ডেকানমার্কে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এখানে ১৭টি দেশের ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিল। যেখানে প্রতি বছর ৮ মার্চ যাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে তার প্রস্তাব দেওয়া হয়।
  • ১৯১৩ সালে আন্তর্জাতিক নারী দিবস প্রথম বিশ্ব যুদ্ধে প্রতিবাদ জানায়।
  • পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই হয়ে আসছে।
    আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলিকে নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়। বিশ্বের অনেক দেশ এই দিনটিতে সরকারি ছুটি পালন করে।



Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version