দলের সাংগঠনিক বৈঠক থেকে শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বেশি জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করে দিয়েছেন কমিটিও। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay), সুব্রত বক্সি (Subrata Baksi), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে গিয়ে অনেকে তৃণমূলের নাম করে বসে দল বিরোধী মন্তব্য করছেন। অথচ তাঁরা দলের কেউ নন। মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে এ বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা।
আরও পড়ুন:‘যেকোনও কিছু করার ক্ষমতা রাখেন নরীরা’, নারী দিবসে শুভেচ্ছাবার্তা অভিষেকের

একনজরে কে কোন দায়িত্বে:

মহাসচিব-পার্থ চট্টোপাধ্যায়
রাজ্য সভাপতি- সুব্রত বক্সি
সহ-সভাপতি- অমিত মিত্র
রাজ্য কমিটির সহ-সভাপতি – সৌগত রায়, ব্রাত্য বসু, দেব, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।
রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য
সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী
মিডিয়া সেলের দায়িত্বে- অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন-সহ অন্যান্যরা।
কৃষ্ণনগর উত্তরের সভাপতি- কল্লোল খান
বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ

ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত
