Thursday, May 8, 2025

দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! সময় এলে ক্যাঁচ করে নাম কেটে দেব: মমতা

Date:

Share post:

পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাত করে বিপুল জয় হাসিল করেছে তৃণমূল(TMC)। যদিও এই নির্বাচনে যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্দল প্রার্থীদের জন্য। তবে এই বিষয়টিকে তৃণমূল যে মোটেই ভালো চোখে দেখছে না মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কমিটির বৈঠকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে নির্দল প্রার্থী ও তাদের পৃষ্টপোষক নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন তিনি।

এদিন দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলীয় প্রার্থীকে হারিয়ে গাড়িতে নির্দল প্রার্থীকে নিয়ে ঘোরা হচ্ছে। দলের নির্দেশ যারা মানছেন না তাদের প্রত্যেকের খবর আমার কাছে রয়েছে। কিছু নির্দল আর কিছু নেতা রয়েছেন যারা এসব করছেন। ভাবছেন আপনার সুযোগ এসেছে? দল যখন সুযোগ পাবে তখন আপনার নামটা ক্যাঁচ করে কেটে দেবে। কীসের জন্য দলের কিছু নেতা এসব করছে? যেখানে দলের প্রার্থী নেই সেখানকার কথা না হয় বোঝা গেল। সেখানে না হয় কাউকে সমর্থন দিতে হয়। কিন্তু দলের প্রার্থী থাকা সত্বেও নির্দলকে জিতিয়ে নেতা হবেন! আমি ৭-৮ জনের নাম দেখেছি।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করে দেন। যেখানে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন:ইউক্রেনে ব্যাপক বোমা বর্ষণ রাশিয়ার, সুমি থেকে উদ্ধার ৬৯৪ ভারতীয়

পাশাপাশি সুর চড়িয়ে নির্দল প্রার্থী ও সাহায্যকারী নেতাদের বার্তা দিয়ে মমতা বলেন, “প্রথমে সাবধান করব। তারপর শোকজ করব। দুবার শোকজ হলেই সাসপেন্ড করে দেব। সে যেই হোক না কেন। দলে কিছু নেতা খেটে মরবে, আর কিছু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এটা দল সহ্য করবে না।”

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...