Monday, November 10, 2025

ইউক্রেন যুদ্ধের জের, ধাক্কা খেতে পারে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধ পরিস্থিতির জেরে এবার প্রতিরক্ষা(defence ministry) ক্ষেত্রে বড় সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারতের। আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধের জেরে রাশিয়া(Russia) থেকে ভারতের যুদ্ধবিমান ট্যাংক ও সাঁজোয়া গাড়ির যন্ত্রাংশ সরবরাহ বড়সড় ধাক্কা খেতে পারে।

বহু বছর ধরে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীল ভারত(India)। সেনাবাহিনীর অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক, মিগ-২৯ ও সুখোই সিরিজের যুদ্ধবিমানগুলি রাশিয়ার থেকে কেনা। রাশিয়ার সঙ্গে চুক্তি মাফিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বহু অস্ত্র দেশে তৈরি করে ভারত। সবচেয়ে বড় কথা এই সমস্ত অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অনেকটা অংশই আনা হয় রাশিয়া থেকে। ইউক্রেন যুদ্ধের জেরে সেই প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করছে প্রতিরক্ষামন্ত্রক। আটকে যেতে পারে রাশিয়া থেকে ‘৯কে ৩৮ ইগলা’ অতি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানির প্রক্রিয়াও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, নিকট ভবিষ্যতে সেনার প্রয়োজন মেটানোর মতো টি-৯০ ট্যাঙ্ক ও মিগ-২৯-এর স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশ মজুত করা রয়েছে। কিন্তু আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে রাশিয়া থেকে যন্ত্রাংশ আমদানি করা কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুন:মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

এদিকে বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে দীর্ঘ আলোচনার পর কেএ-২২৬টি সামরিক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শ্লথ করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। তবে রাশিয়ার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতিতেও অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহে কোনও সমস্যা হবে না।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...