Russia Ukraine War: রাশিয়া থেকে তেল, গ্যাস আমদানি বন্ধ করল আমেরিকা

আরও কঠোর হচ্ছে আমেরিকা। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের জেরে এবার কড়া পদক্ষেপ নিল হোয়াইট হাউস। মঙ্গলবার রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এদিন ইউরোপের সর্ববৃহৎ তেলের সংস্থা শেল এবং বিপি-এই দুই সংস্থাই রাশিয়া থেকে গ্যাস এবং তেল কেনা বন্ধ করার ঘোষণা করার পরই আমেরিকার নিষেধাজ্ঞা সামনে আসে।

আরও পড়ুন:Blast: জামুরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ শিশু, গুরুতর আহত ৫

মঙ্গলবার হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, “আমরা রাশিয়ার তেল-গ্যাস ও জ্বালানির সব ধরনের আমদানি নিষিদ্ধ করছি। তার মানে মার্কিন বন্দরে রাশিয়ান তেল আর গ্রহণযোগ্য হবে না এবং আমেরিকান জনগ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে।”

Previous articleBlast: জামুরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ শিশু, গুরুতর আহত ৫
Next articleRussia Ukraine War: যুদ্ধের জের, রাশিয়াতে ব্যবসা বন্ধ করল পেপসি-কোক-ম্যাকডোনাল্ডস