Tuesday, December 2, 2025

জিতেও যোগী শাহের কাঁটা, ২৪-এ মোদির জায়গায় ‘বুলডোজার বাবা’কে চাইছে ‘ভক্তকূল’

Date:

Share post:

‘রামরাজ্য’ পুনর্দখলের পর উত্তরপ্রদেশ এখন যোগীময়। এখনো পর্যন্তও ফলাফল যা তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে ক্ষমতায় যোগী আদিত্যনাথ। ‘বুলডোজার বাবা’র এহেন সাফল্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়ে গিয়েছে যোগীভক্তদের। আর সেটা এমন পর্যায়ে যে প্রধানমন্ত্রী মুখ হিসেবে ২৪-এর নির্বাচনে মোদির পরিবর্তে যোগীকেই চাইছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমনি একের পর এক পোস্ট। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে উত্তরপ্রদেশে যোগীর বিপুল জয় ‘কাঁটা’ হয়ে উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহের জন্য। কারণ এতদিন প্রধানমন্ত্রী হিসেবে মোদির পরবর্তী মুখ হিসেবে সব মহলেই ছিল একটাই নাম, তিনি অমিত শাহ। যোগীর আজকের জয়ের পর সেখানে চলে এলো প্রতিদ্বন্দ্বী মুখ।

নির্বাচনের আগে পর্যন্ত উত্তরপ্রদেশে এবার বিজেপির ক্ষমতা দখল নিয়ে সন্দেহে ছিলেন বহু বিজেপি নেতাই। একের পর এক ইস্যু ক্রমশ সংকটের দিকে ঠেলে দিয়েছিল গেরুয়া শিবিরকে। উন্নাও, হাথরস থেকে শুরু করে করোনাকালে গঙ্গায় লাশ ভাসানো, প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক সমীক্ষায় দেশের মধ্যে সর্বনিম্ন স্থানে উঠে এসেছিল উত্তর প্রদেশ। রাজ্যে উন্নয়নের প্রমাণ দেখাতে গিয়ে যোগী সরকার দেখিয়েছিল বাংলার ছবি। পরিস্থিতি যখন চূড়ান্ত বেহাল, বিজেপি নেতারাই যেখানে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল নিয়ে সন্দেহে ঠিক সেই সময় হিন্দুত্বকে হাতিয়ার করে যোগীর এভাবে ঘুরে দাঁড়ানো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে রাজনীতিবিদদের। ফলস্বরূপ প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকখানি। যার জেরে ২৪-এর নির্বাচনে এবার মোদির পরিবর্তে যোগীকেই দেখতে চাইছেন বহু বিজেপি নেতা। আর ঠিক এখানেই চাপ বেড়েছে অমিত শাহের।

আরও পড়ুন:ভোটের ফল বেরোতেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত মোদির, বললেন যুদ্ধের জেরে বাড়ছে দাম

যদি জাতীয় রাজনীতিতে বিজেপির দিকে তাকানো যায় সেক্ষেত্রে মোদির পরই দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে আসে অমিত শাহের। মূলত তাঁর নেতৃত্বেই ২০১৪ সালে গোটা দেশে দাপট দেখিয়েছে বিজেপির। একের পর এক রাজ্য এসেছে বিজেপির দখলে। গুজরাটেও মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন অমিত শাহের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে ছিলেন শাহ। ফলে মোদির পর তাঁর জায়গায় দ্বিতীয় নাম যদি কিছু থেকে থাকে সেটা যে অমিত শাহ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যোগী ক্যারিশ্মা দিনের পর দিন যেভাবে বেড়েছে তাতে প্রধানমন্ত্রী পদে মোদির পর শাহের জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন বুলডোজার বাবা। ২২-এর নির্বাচনে পর সেই দাবি যে আরো জোরালো হয়ে উঠলো তা বলার অপেক্ষা রাখে না। তবে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে শাহকে টক্কর দিয়ে যোগী উঠে আসেন কিনা সেটা অবশ্য সময়ই বলবে।

spot_img

Related articles

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...