১) ঘরোয়া ক্রিকেট-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শান্তাকুমারণ শ্রীসান্থ বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। গত বছর নির্বাসন শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন শ্রীসান্থ।

২) রোহিত শর্মার অধিনায়কত্বে মজেছেন রবীচন্দ্রন অশ্বিন। বুধবার নিজের সোশ্যাল এমনটাই বললেন তিনি। টেস্টে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্বে পেয়েছেন হিটম্যান। সম্প্রতি তিন ফর্মাটেই অধিনায়ক তিনি।

৩) আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম দেওয়া হল বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানকে। এই তারকা অলরাউন্ডারকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । সমস্ত ধরনের ক্রিকেট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে শাকিব আল হাসানকে।
৪) আইসিসি তালিকায় সেরা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা। ৪০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন জাদেজা। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ